ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু আইসিইউতে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২১
সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু আইসিইউতে

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু গুরুতর অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। মঙ্গলবার (৬ এপ্রিল) তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

আব্দুল মতিন খসরুর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো. মহিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

কয়েক দিন আগে আব্দুল মতিন খসরু করোনা ভাইরাসে আক্রান্ত হন। তখন তাকে সিএমএইচে ভর্তি করা হয়। পরে তার করোনা নেগেটিভ এসেছে। কিন্তু মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হয়।

অ্যাডভোকেট মো. মহিন আরও জানান, আইসিইউতে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে, ফুসফুসে ইনফেকশন আছে কিনা দেখবে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২১
এসকে/এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।