ঢাকা, বৃহস্পতিবার, ২১ ভাদ্র ১৪৩১, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০১ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রূপগঞ্জে ছাত্রদলের নতুন কমিটি স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২১
রূপগঞ্জে ছাত্রদলের নতুন কমিটি স্থগিত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

বুধবার (৭ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ স্থগিতাদেশ জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সিদ্ধান্ত মোতাবেক গত ২৫ মার্চ গঠন করা উপজেলা ছাত্রদলের ২১ সদস্য  বিশিষ্ট আহ্বায়ক কমিটির কোনো কার্যকারিতা দৃশ্যমান না থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কমিটির সব কার্যক্রম স্থগিত করা হলো।

গত ২৫ মার্চ গঠন হওয়া উপজেলা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে বিবাহিত, অছাত্র ও ছাত্রলীগ নেতাকে পদায়ন করায় কমিটির ১৩ জন্য সদস্য পদত্যাগ করেন। এমনকি তারা ওই কমিটি বাতিলের দাবিতে কাফনের কাপড় পড়ে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।