ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মুজিবনগর দিবসে আ.লীগের সীমিত কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
মুজিবনগর দিবসে আ.লীগের সীমিত কর্মসূচি

ঢাকা: করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতির কারণে আগামী শনিবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবসে সীমিত আকারে কর্মসূচি নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এদিন ভোর ৬টায় বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগের কেন্দ্রীয় ও সব জেলা কার্যালয়ে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

সকাল সাড়ে ৯টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। সীমিত পরিসরে ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এ কর্মসূচিতে অংশ নেওয়া হবে।

এছাড়া মুজিবনগরে ভোর ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় স্মৃতিসৌধ প্রাঙ্গণে আওয়ামী লীগের পক্ষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।