ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আবদুল কাদের মির্জার ছেলেকে হত্যার হুমকি, থানায় জিডি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২১
আবদুল কাদের মির্জার ছেলেকে হত্যার হুমকি, থানায় জিডি

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ছেলে তাশিক মির্জাকে (২৫) হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) রাতে এ জিডি করেন আবদুল কাদের মির্জা।

আবদুল কাদের মির্জা বলেন, শনিবার সন্ধ্যায় একটি বিদেশি নম্বর থেকে আমার মোবাইল ফোনে কল আসে। ফোন রিসিভ করে হ্যালো বললে ফোনের অপরপ্রান্ত থেকে আমার একমাত্র ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয়। এরপর আর কোনো কথা না বলে সংযোগ কেটে দেন হুমকিদাতা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, আবদুল কাদের মির্জা তার ছেলেকে হত্যার হুমকির বিষয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি জিডি করেছেন। পুলিশ নম্বরটি ট্র্যাক করে দেখেছে, মেক্সিকো থেকে ফোন এ হুমকি দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।