ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া শুক্রবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মে ৬, ২০২১
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া শুক্রবার

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় শুক্রবার (৭ মে) বাদ জুমা সারাদেশে মসজিদে দোয়া মাহফিল ও বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনা সভার কর্মসূচি ঘোষণা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে গুলশানে এক অনুষ্ঠানে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, শুক্রবার জামাতুল বিদা দিন আছে। সারাদেশে সব মসজিদ, বিভিন্ন প্রার্থনালয় আমাদের সব ইউনিটগুলোতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনা করবেন। আমি সব ইউনিটের নেতাকর্মীদের প্রতি অনুরোধ করছি যে, তারা যেন জনগণকে নিয়ে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করেন।

বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রামণ মোকাবিলায় সরকারের ব্যর্থতা, অযোগ্যতা এবং ভ্যাকসিন সংগ্রহ নিয়ে সরকারের ‘দুর্নীতি’র কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুল।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির উদ্যোগে সারাদেশে করোনা ভাইরাস সংক্রমণে নিহত দলীয় নেতা-কর্মীদের পরিবারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার দেওয়া উপলক্ষে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে মহানগর বিএনপির ১০জন নেতাকর্মীর পরিবারকে ঈদের উপহার তুলে দেন বিএনপি মহাসচিব।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সারাদেশে ৪২৫ জন নেতাকর্মীরা মারা যায় বলে অনুষ্ঠানে জানানো হয়।

কেন্দ্রীয় দফতরে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পরিচালনায় অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিএনপির হাবিব-উন নবী খান সোহেল, মুন্সী বজলুল বাসিত আনজু, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, যুব দলের এসএম জাহাঙ্গীর, ছাত্র দলের ফজলুর রহমান খোকন, স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর উদযাপন উপকমিটির নেতা আতিকুর রহমান রুমন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ০৬, ২০২১
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।