ঢাকা, বৃহস্পতিবার, ২১ ভাদ্র ১৪৩১, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০১ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মমতাকে বিএনপির অভিনন্দন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, মে ৯, ২০২১
মমতাকে বিএনপির অভিনন্দন

ঢাকা: টানা তৃতীয়বার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছে বিএনপি।

শনিবার (৮ মে) বিকেলে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ অভিনন্দন জানানো হয় বলে রোববার (৯ মে) ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সম্প্রতি ভারতের পশ্চিম বাংলায় বিধান সভার নির্বাচনে সাম্প্রদায়িকতাকে ভেঙ্গে পরাজিত করে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক শক্তিকে বিজয়ী করায় পশ্চিম বাংলার অসাম্প্রদায়িক জনগণকে অভিনন্দন জানানো হয় এবং এ নির্বাচনে নেতৃত্ব দানকারী পশ্চিম বাংলার মূখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়কে অভিনন্দন জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্যরা।

গত ২৭ মার্চ শুরু হয়ে ২৬ এপ্রিল পর্যন্ত মোট আট দফায় পশ্চিম বাংলার ২৯৪ টি আসনে ভোটগ্রহণ করা হয়। ২ মে ফলাফল ঘোষণা করা হয়। বিজয়ী হলে গত ৫ মে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে মমতার দল তৃণমূল কংগ্রেস ২১৩ ও সরকারি দল বিজেপি ৭৭টি আসনে জয়লাভ করে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মে ০৯, ২০২১
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।