ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

‘চিকিৎসা করাতে খালেদা জিয়াকে বিদেশে যেতে দেওয়া উচিত’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, মে ৯, ২০২১
‘চিকিৎসা করাতে খালেদা জিয়াকে বিদেশে যেতে দেওয়া উচিত’

টাঙ্গাইল: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, মানবতার কারণে হলেও বেগম খালেদা জিয়াকে জামিন দিয়ে বিদেশে চিকিৎসা করাতে যেতে দেওয়া উচিত। তাকে নিয়ে সরকারের এমন চালাচালি করা মোটেও উচিত হচ্ছে না।

রোববার (৯ মে) দুপুরে ভাসানী অনুসারী পরিষদের আয়োজনে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানির মাজার জিয়ারত করে অসহায় দুস্থদের মধ্যে ঈদুল ফিতরের শতাধিক উপহার সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ওনার যে অবস্থা এদেশে উনার চিকিৎসা হচ্ছে না। তার লাঞ্চে পানি এসেছে। আর লাঞ্চে পানি আশাটা খুবই খারাপ লক্ষণ। যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে। যখন আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে তখনই সরকার এটি করে দিতে পারতো। এটাতো আধা ঘণ্টার কাজ।

এসময় তার ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম মেম্বার নঈম জাহাঙ্গীরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মে ০৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।