ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদাকে ‘মাইনাস’ করতেই কি বিদেশে নেওয়ার আবেদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, মে ১০, ২০২১
খালেদাকে ‘মাইনাস’ করতেই কি বিদেশে নেওয়ার আবেদন

ঢাকা: দেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠছেন খালেদা জিয়া। এরপরও তাকে বিদেশে নেওয়ার আবেদন বোধগম্য নয়, রাজনৈতিক কোনো উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (০৯ মে) রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 'খালেদা জিয়াকে রাজনীতি থেকে 'মাইনাস' করার জন্যই বিএনপি বিদেশে নেয়ার আবেদন করেছে কি না' -এর জবাবে তিনি একথা বলেন।  

ড. মাহমুদ বলেন, বিএনপির যে নেতৃবৃন্দ খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন করছেন, এর পেছনে তাদের কোনো দুরভিসন্ধি আছে কি না, সেটিও একটি জিজ্ঞাস্য বিষয়।

বিএনপির মধ্যে নানা ধরনের অন্তর্কোন্দল আছে উল্লেখ করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমরা যেগুলো পত্র-পত্রিকায় দেখি, বিএনপির মধ্যে চেয়ারম্যানের লোক, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লোক, আবার এরমধ্যেও নানা ধারা-উপধারা আছে এবং এগুলোর বহিঃপ্রকাশ আমরা বিভিন্ন সময়ে দেখেছি। তাদের অন্তর্কলহে বিভিন্ন সভা-সমিতি নিজেদের মারামারিতেই পণ্ড হয়ে যায়!

ড. হাছান মাহমুদ আরও বলেন, আবার আমরা পত্রপত্রিকায় দেখতে পাই, একেক নেতা একেক ধরনের কথা বলেন। সুতরাং বিএনপির যেসব নেতৃবৃন্দ তাকে বিদেশ পাঠাতে বলছেন, সেটির মধ্যেও কোনো দুরভিসন্ধি আছে কিনা, সেটিও একটি জিজ্ঞাস্য বিষয়।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে অনলাইনে যুক্ত হয়ে সায়েদাবাদের আর কে চৌধুরী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্যমন্ত্রী।

স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন টয়েলের তত্ত্বাবধানে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম, বীর মুক্তিযোদ্ধা আবদুল গণি অনুষ্ঠানে প্রায় পাঁচশত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, মে ১০, ২০২১
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।