ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

জোরারগঞ্জে ঈদ উপহার পেল ১০ হাজার পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, মে ১০, ২০২১
জোরারগঞ্জে ঈদ উপহার পেল ১০ হাজার পরিবার

ফেনী: মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মকবুল আহম্মদ কল্যাণ ট্রাস্ট্রের প্রতিষ্ঠাতা রেজাউল করিম মাস্টার।

সোমবার (১০ মে) ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ঈদ উপহার বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করা করা হয়।

এরপর বিকেলে ৪ নম্বর ওয়ার্ডে অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহারের মধ্যে রয়েছে- শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি, নারিকেল ও দুধ।

এসময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, সহ-সভাপতি জিএম শহীদ উদ্দিন, যুগ্ম সম্পাদক মাঈন উদ্দিন টিটু, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন অপু, সাংগঠনিক সম্পাদক বিধান কর, ক্রিড়া সম্পাদক ফারুক মালুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীনু ররহমান শাহীন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সুজনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা।

এছাড়া রেজাউল করিম মাস্টারের পক্ষ থেকে ইউনিয়নের ৬৪ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও ইতেকাফকারীদের ঈদ উপহার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, মে ১০, ২০২১
এসএইচডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।