ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

সড়কে শৃঙ্খলা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ: জি এম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, মে ১১, ২০২১
সড়কে শৃঙ্খলা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ: জি এম কাদের জি এম কাদের

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, অপরিকল্পিত ‘লকডাউন’ সফল হয় না। সবকিছু চালু রেখে শুধু গণপরিবহন বন্ধ করে সড়কে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে।

সড়কে শৃঙ্খলা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ।

মঙ্গলবার (১১ মে) সকালে জাপা চেয়ারম্যানের উত্তরার বাস ভবনে জাতীয় যুব সংহতি নেতাদের মধ্যে ঈদ উপহার বিতরণ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সবাই ঈদের ছুটিতে বাড়ি ছুটেছেন, কয়েকগুণ বেশি খরচ করে অসহনীয় দুর্ভোগ পোহায়ে গন্তব্যে পৌঁছেছে সাধারণ যাত্রীরা। সড়কে শৃঙ্খলা রক্ষায় সরকার পুরোপুরি ব্যার্ হয়েছে।

জাতীয় যুব সংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় আরও বক্তব্য রাখেন- জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, মো. দীন ইসলাম শেখ, শেখ সরোয়ার হোসেন ও কেন্দ্রীয় সদস্য মো. জিয়াউর রহমান বিপু।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, মে ১১, ২০২১
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।