ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ দিন: গণফোরাম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, মে ১২, ২০২১
খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ দিন: গণফোরাম খালেদা জিয়া

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে সুযোগ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তাকে অবিলম্বে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন গণফোরাম নেতারা।

বুধবার (১২ মে) দলটির নেতা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ এবং গণফোরামের মুখপাত্র সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এক যৌথ বিবৃতিতে বলেন, খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।

তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। বিদেশে উন্নত চিকিৎসার জন্য অনুমতি চাওয়া হলেও অনুমতি মেলেনি। তার সঙ্গে প্রহসনের নাটক করা হচ্ছে। যা স্বাধীন দেশে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মে ১২, ২০২১
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।