ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩১, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০১ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জামিনে মুক্তি পেলেন যুবদল নেতা জাকির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, মে ১৯, ২০২১
জামিনে মুক্তি পেলেন যুবদল নেতা জাকির

ঢাকা: জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কুমিল্লা বিভাগীয় টিমের প্রধান জাকির হোসেন সিদ্দিকী কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুন বাংলানিউজকে জানান, জাকির হোসেন সিদ্দিকী বুধবার (১৯মে) সন্ধ্যায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

গত ১৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির কর্মসূচি চলাকালে জাকির হোসেন সিদ্দিকী গ্রেফতার হয়েছিলেন। গত ১১ মে তিনি হাইকোর্ট থেকে জামিন পান। প্রায় চারমাস পর বুধবার তিনি কারাগার থেকে মুক্তি পেলেন। কারাফটকে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মে ১৯, ২০২১
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।