ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

রাষ্ট্রীয় হেফাজতে মৃত্যুর দায় রাষ্ট্রকেই নিতে হবে: গণসংহতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, মে ২১, ২০২১
রাষ্ট্রীয় হেফাজতে মৃত্যুর দায় রাষ্ট্রকেই নিতে হবে: গণসংহতি

ঢাকা: রাষ্ট্রীয় হেফাজতে থেকে যে কারো মৃত্যুর দায় রাষ্ট্রকেই বহন করতে হবে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল।

শুক্রবার (২১ মে) এক যৌথ বিবৃতিতে রাষ্ট্রীয় হেফাজতে নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের নেতা ইকবাল হোসেনের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেন তারা।

গণসংহতি আন্দোলনের নেতারা বলেন, রাষ্ট্রের হেফাজতে থেকে যে কারো মৃত্যুর দায় রাষ্ট্রকেই বহন করতে হবে। এই ভোটার বিহীন অগণতান্ত্রিক সরকারের হাতে হেফাজতে থেকে নির্যাতনে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। এই মৃত্যুর মিছিল আর কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না।

সম্প্রতি নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের নেতা ইকবাল হোসেনের রাষ্ট্রীয় হেফাজতে মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ কর্তৃপক্ষ দ্বারা বিশ্বাসযোগ্য তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করে নেতারা বলেন, পুলিশ হেফাজতে মৃত্যু একটা ভয়ংকর অপরাধ। এই অপরাধের তদন্ত অপরাধের অভিযুক্ত সংস্থার মাধ্যমে হওয়া ন্যায়বিচারের পক্ষে একটা বড় বাধা। পুলিশ হেফাজতে মৃত্যুর তদন্ত বিচার বিভাগের মাধ্যমে নিরপেক্ষভাবে করতে হবে। তাকে রিমান্ডে নির্যাতন করা হয়েছে কিনা, সেটা তার ওপর কী শারীরিক ও মানসিক প্রভাব রেখেছে তার বিশ্বাসযোগ্য তদন্ত ছাড়া একে কখনোই স্বাভাবিক মৃত্যু বলা যায় না।

গণসংহতি আন্দোলনের শীর্ষ দুই নেতা আরও বলেন, এভাবে অপরাধের স্বাভাবিকীকরণ‌ রাষ্ট্রীয় বাহিনীর হাতে যে অসীম ক্ষমতা তুলে দিচ্ছে, তা যে কোনো নাগরিকের জন্য একটা বড় উদ্বেগের কারণ। আমরা রিমান্ডে নির্যাতন ও হত্যার অবসান চাই।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মে ২১, ২০২১
আরকেআর/এমজেএফ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।