ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩১, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০১ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পাকিস্তানকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জাফরুল্লাহ’র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, মে ২২, ২০২১
পাকিস্তানকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জাফরুল্লাহ’র পাকিস্তানকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জাফরুল্লাহ’র। ছবি: বাংলানিউজ

ঢাকা: পাকিস্তানকে ক্ষমা করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, পাকিস্তানসহ তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সবাইকে নিয়ে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে।

 পাকিস্তানিরা আমাদের ওপর যে অন্যায় করেছিলো তার জন্য তাদেরকে ক্ষমা করে দিতে হবে। পাকিস্তানসহ আমাদের এখান থেকে ১০ হাজার সামরিক জনবল ফিলিস্তিনে পাঠাতে হবে।

শনিবার (২২ মে) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ফিলিস্তিনীদের সংগাম ও স্বাধীনতার প্রতি সর্বস্তরের নাগরিকদের প্রতি সমর্থন প্রকাশ করে আয়োজিত এক সংহতি সভায় তিনি এসব কথা বলেন।

ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে চিঠি দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর এই চিঠি মিষ্টি কথা ছাড়া আর কিছুই না। প্রকৃত অর্থে যদি ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে চান, তাহলে আপনাকে তাদের অর্থায়ন করতে হবে। ফিলিস্তিনিদের সামরিক অস্ত্র দিয়ে সাহায্য করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের একইভাবে কাশ্মীরিদের পক্ষে আন্দোলন করতে হবে। সমর্থন দিতে হবে ভারতীয় মাওবাদীদেরও। তা না হলে বঙ্গবন্ধুকে অপমান করা হবে।

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ বাংলাদেশকে সহায়তা করতে চেয়েছিল জানিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমাদের জেনারেল ওসমানী ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিলেন। তারা বলেছিলেন, যে রাষ্ট্র মানবিক ফিলিস্তিনের বিরুদ্ধে অত্যাচার চালায়, তাদের সাহায্য আমাদের সাহায্য আমাদের প্রয়োজন নেই।

সভায় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম (বীরপ্রতীক), ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মে ২২, ২০২১
ডিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।