ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

২৪ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রওশন এরশাদ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মে ২৩, ২০২১
২৪ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রওশন এরশাদ 

ঢাকা: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ চিকিৎসা শেষে ২৪ দিনপর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সুস্থ হয়ে গুলশানের বাসায় ফিরেছেন।

রোববার (২৩ মে) রওশন এরশাদের এপিএস মামুন হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সুস্থ হয়ে বিকেল সাড়ে ৫টায় সিএমএইচ থেকে বাসায় ফিরেছেন। তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন।

এর আগে গত ২৯ এপ্রিল (বৃহস্পতিবার) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচ-এ ভর্তি করা হয়।  

জানা যায়, রোজা রাখায় প্রচণ্ড গরমে শরীরে পানি শূন্যতা দেখা দেওয়ায় ও পেটে গ্যাসের সমস্যা হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মে ২৩, ২০২১
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।