ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩১, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০১ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এনডিবির সমাবেশে স্বাস্থ্যমন্ত্রীর কুশপুতুল দাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মে ২৪, ২০২১
এনডিবির সমাবেশে স্বাস্থ্যমন্ত্রীর কুশপুতুল দাহ এনডিবির সমাবেশে স্বাস্থ্যমন্ত্রীর কুশপুতুল দাহ

ঢাকা: স্বাস্থ্যখাতের দুর্নীতিবাজদের অপসারণ ও বিচারের দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করেছে নতুনধারা বাংলাদেশ (এনডিবি)।

সোমবার (২৪ মে) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির পক্ষ থেকে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এ কুশপুতুল দাহ করা হয়।

নতুনধারার বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা নিপুন মিস্ত্রী, জাতীয় সাংস্কৃতিকধারার সদস্য কন্ঠশিল্পী মো. শরীফ, অভিনেত্রী শ্রুতি খান, সমাজচিন্তক আবুল হোসেন, গোলাম রহমান রিপন, ইভানা শাহীন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, স্বাস্থ্যমন্ত্রী-সচিব-উপসচিব সহ অধিকাংশ আমলাই দুর্নীতিগ্রস্ত। দুদকের তদন্তের মাধ্যমে সব দুর্নীতিবাজকে চিহ্নিত করে অপসারণ ও প্রচলিত আইনে বিচারের আওতায় আনাও এখন সময়ের দাবি।

নেতারা আরও বলেন, মহামারি করোনাতে জনগনের জন্য নিবেদিত না থেকে দুর্নীতিবাজ আমলারা স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতির স্বর্গরাজ্য বানানোর চেষ্টা চালাচ্ছেন, যা বন্ধে প্রধানমন্ত্রীর সরাসরি পদক্ষেপ নিতে হবে।

 

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মে ২৪, ২০২১

আরকেআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।