ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

সাবেক এমপিকে দেখতে ল্যাবএইডে জাপা চেয়ারম্যান    

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, মে ২৭, ২০২১
সাবেক এমপিকে দেখতে ল্যাবএইডে জাপা চেয়ারম্যান    

ঢাকা: ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে দেখতে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন জিয়াউল হক মৃধাকে তিনি দেখতে আসেন।

এসময় জি এম কাদের কর্তব্যরত চিকিৎসকদের কাছে অসুস্থ জিয়াউল হক মৃধার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।  

জাতীয় পার্টি চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়াসহ অন্যান্য নেতারা।  

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, মে ২৭, ২০২১
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।