ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩১, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০১ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্বাস্থ্যমন্ত্রীর মায়ের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, মে ২৮, ২০২১
স্বাস্থ্যমন্ত্রীর মায়ের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক রওশন এরশাদ

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেকের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

বৃহস্পতিবার (২৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, রত্নগর্ভা ফৌজিয়া মালেক ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী কর্নেল (অব.) এম এ মালেকের স্ত্রী ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সৎ, ন্যায়পরায়ণ ও ধার্মিক ছিলেন।

বিরোধীদলীয় নেতা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, মে ২৮, ২০২১
এসএমএকে/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।