ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

চরমোনাই পীরের সংবাদ সম্মেলন রোববার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, মে ২৯, ২০২১
চরমোনাই পীরের সংবাদ সম্মেলন রোববার সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

ঢাকা: বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরাইল শব্দটি বাদ ও সাম্প্রতিক বিষয় নিয়ে চরমোনাই পীরের সংবাদ সম্মেলন রোববার (৩০ মে) অনুষ্ঠিত হবে।  

শনিবার (২৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরাইল শব্দটি বাদ, আসন্ন বাজেট, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ দেশব্যাপী জেল-জুলুম, মামলা প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) সংবাদ সম্মেলন করবেন।  

রোববার দুপুর ১২টায় পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে (৫৫/বি, পুরানা পল্টন, ৩য় তলা, নোয়াখালী টাওয়ার) সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, মে ২৯, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।