ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩১, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০১ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইতিহাস বিকৃতকারীরা আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে: মির্জা আব্বাস 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জুন ৪, ২০২১
ইতিহাস বিকৃতকারীরা আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে: মির্জা আব্বাস  বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ইতিহাস নিজেই নিজেকে রচনা করে, জিয়াউর রহমান নিজেই একটি ইতিহাস, আর ইতিহাসকে যারা বিকৃত করার চেষ্টা করে সেই ইতিহাস বিকৃতকারীরা আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নতুন প্রজন্মের মাঝে শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেম তুলে ধরার আহবান জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘শহীদ জিয়া একটি ইনস্টিটিউট, তার ব্যক্তি জীবন, সৈনিক জীবন এবং পরবর্তীতে রাজনৈতিক জীবন থেকে দেশের সাধারণ নাগরিকের এবং আমাদের মতো রাজনীতিবিদসহ সবার শিক্ষা নেওয়ার  অনেক কিছু রয়েছে।  

বাজেটের প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস বলেন, গত ১২ বছরের মতো এবারের বাজেটও জনবান্ধব না হয়ে আওয়ামীবান্ধব হবে। আমি এখনও বাজেট পড়িনি। তবে এটা বলতে পারি গত ১২ বছরের বাজেটগুলো ছিল আওয়ামীবান্ধব। এ বাজেট জনবান্ধব হবে না এটা নিশ্চিত থাকেন। লুটবান্ধব হবে, টাকা পাচারের বাজেট হবে।

বিদেশি প্রভুদের প্রেসক্রিপশনে দেশ চলছে অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, বিদেশিদের খুশি করতেই আওয়ামী লীগ তাদের প্রেসক্রিপশনে দেশ চালাচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও স্বাধীনতা ছিনতাই করেছে। দেশে পুলিশি শাসন চলছে। মানুষের ভোটের অধিকার নেই। সব মিলিয়ে আমাদের ওপর একটি দুঃশাসন চেপে বসেছে।

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে  সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুব বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, নির্বাহী সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, রাজিব আহসান, হাবিবুর রশীদ হাবিব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ০৪, ২০২১
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।