ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

প্রায় দেড় বছর পর সিলেটে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জুন ৭, ২০২১
প্রায় দেড় বছর পর সিলেটে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

সিলেট: দীর্ঘদিন পর নিজ নির্বাচনী এলাকায় ফিরলেন আওয়ামী লীগের নীতিনির্ধারণী কমিটির সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার (৭ জুন) প্রায় এক বছর চার মাস পর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

সেখানে নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান।

সিলেটে ফিরেই নগরের মানিকপীর মাজার সংলগ্ন প্রয়াত আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত করেন। পরে তিনি মরহুম বদর উদ্দিন আহমদ কামরান পরিবারের খোঁজ-খবর নিতে নগরে ছড়ারপারের বাসায় যান।  

এরপর নিজের নির্বাচনী এলাকার সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) উদ্দেশ্যে রওয়ানা হন।  

বিমানবন্দরে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আব্বাছ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, সদস্য সাহিদুর রহমান চৌধুরী জাবেদ।

এছাড়া গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আবদুস শুকুর, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর ফখর, এমদাদ রহমান ও সাজলু লস্কর ছাড়াও তার নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়া নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার বিয়ানীবাজারে অবস্থান করবেন। পরদিন মঙ্গলবার (৮ জুন) বিয়ানীবাজার এবং বুধবার (৯ জুন) গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে যোগদান ছাড়াও তিনি প্রয়াত নেতাদের কবর জিয়ারত ও মরহুমদের শোকসন্তপ্ত পরিবারে সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে তিনি ঢাকায় ফিরে যাবেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ০৭, ২০২১
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।