ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

নতুন কমিটি ঘোষণার পরই গ্রেফতারদের মুক্তি চাইলো হেফাজত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জুন ৭, ২০২১
নতুন কমিটি ঘোষণার পরই গ্রেফতারদের মুক্তি চাইলো হেফাজত

ঢাকা: গ্রেফতার সব নিরপরাধ আলেম-ওলামাদের মুক্তি ও দেশের সব কওমি মাদরাসা খুলে দেওয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলামের নতুন কমিটির নেতারা।

সোমবার (৭ জুন) কেন্দ্রীয় কমিটি ঘোষণা উপলক্ষে প্রেস ব্রিফিং পরবর্তী বৈঠক থেকে এ দাবি জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, আল্লামা নুরুল ইসলাম, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আব্দুল হক, মিজানুর রহমান চৌধুরী, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, মাওলানা ইয়াহিয়া।

যুগ্ম মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল,মাওলানা আনোয়ারুল করিম, মাওলানা আয়ুব বাবুনগরী,  মাওলানা মোবারক উল্লাহ, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মুসতাক আহমদ, মাওলানা শাব্বির আহমদ রশিদ, মাওলানা আনাস (ভোলা), মাওলানা মাহ্মুদুল আলম, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা হাবিবুর রহমান কাসেমী, সহকারী মহাসচিব মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা মীর ইদরিস,  আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা জামাল উদ্দীন।

বৈঠক থেকে হেফাজত নেতারা দাবি করেন, অনতিবিলম্বে গ্রেফতা সব আলেম-ওলামা ও তৌহিদী জনতাদের মুক্তি দিতে হবে। অনেক নির্দোষ আলেম-ওলামা ও সাধারণ মানুষ গ্রেফতার হয়ে আছেন। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি তাদের মুক্তি দিন। আলেম-ওলামাদের বয়ানের মিম্বার ও হাদিসের মসনদে ফেরার ব্যবস্থা করুন।

এছাড়াও সরকারের কাছে দাবি জানাচ্ছি অনতিবিলম্বে দেশের সব কওমি মাদরাসা খুলে দেওয়া হোক। কওমি মাদরাসাগুলো দ্বীনি প্রতিষ্ঠান। কওমি মাদরাসাগুলোর কারণে আমাদের দেশে আল্লাহর রহম বর্ষিত হয়। সরকার এর আগেও কওমী মাদরাসাগুলো খুলে দিয়েছিল।  

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জুন ০৭, ২০২১
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।