ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

৩ আসনে উপনির্বাচন: আ.লীগের মনোনয়ন কিনেছেন ৭৬ জন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, জুন ৭, ২০২১
৩ আসনে উপনির্বাচন: আ.লীগের মনোনয়ন কিনেছেন ৭৬ জন

ঢাকা: জাতীয় সংসদের শূন্য হওয়া তিনটি আসনের উপ-নির্বাচনে প্রার্থী হতে ৪ দিনে ৭৬ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এর মধ্যে কুমিল্লা-৫ আসনে ২৯, ঢাকা-১৪ আসনে ২৬ এবং সিলেট-৩ আসনে ২১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আওয়ামী লীগের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

গত ৪ জুন থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। আগামী ১০ জুন পর্যন্ত আগ্রহীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হবে।
 
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, শূন্য হওয়া তিন আসনের উপনির্বাচনে মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ১৫ জুন। ১৭ জুন যাচাই-বাছাইয়ের পর ২৩ জুন পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। আওয়ামী লীগ ১৪ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক গত ১৪ এপ্রিল, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ১১ মার্চ এবং কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন খসরু গত ১৪ এপ্রিল মারা যাওয়ার পর এই আসনগুলো শুন্য হয়।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, জুন ০৭, ২০২১
এসকে/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।