ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

গুম হওয়া সবাইকে খুঁজে বের করা হবে: নজরুল ইসলাম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জুন ৮, ২০২১
গুম হওয়া সবাইকে খুঁজে বের করা হবে: নজরুল ইসলাম

ঢাকা: বিএনপি সরকারে এলে গুম হওয়া প্রত্যেক নেতাকর্মীকে খুঁজে বের করা হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার (৮ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর নয়া বাজারে কোতোয়ালি-বংশাল থানা ছাত্রদল আয়োজিত জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান গুম হওয়া পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, আমরা আমাদের গুম হওয়া প্রত্যেক ভাইদের খুঁজে বের করবো। সেইসঙ্গে এ গুমের সঙ্গে যারা জড়িত তাদেরও বিচার করা হবে। পরে বিভিন্ন সময় গুমের শিকার হওয়া নেতাকর্মীদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির এ নেতা।

অনুষ্ঠানের আয়োজক বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, পুরান ঢাকা থেকেই কমপক্ষে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। তাদের অনেকেই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম। তাদের হারিয়ে ফেলে অনেক পরিবার অসহায় হয়ে পড়েছে। আমি অবিলম্বে নিখোঁজ সন্তানদের মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জুন ০৮, ২০২১
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।