ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

সাততলা বস্তির আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে ফারাজ করিম চৌধুরী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জুন ৮, ২০২১
সাততলা বস্তির আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে ফারাজ করিম চৌধুরী

ঢাকা: রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।  

রোববার (৬ জুন) ভোর ৪টার দিকে মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন লাগে।

এতে অসংখ্য মানুষের ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়।  

খোলা আকাশের নিচে রাত কাটানো অসহায় মানুষগুলোর সাহায্যার্থে শাড়ি, লুঙ্গি, খিচুড়ি, চকলেট, মাস্ক, ওষুধ নিয়ে পাশে দাঁড়াতে ছুটে যান ফারাজ করিম চৌধুরী।

মঙ্গলবার (৮ জুন) বিকেলে এসব সামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।  

এ প্রসঙ্গে ফারাজ করিম চৌধুরী বলেন, বিভিন্ন গণমাধ্যমে অগ্নিকাণ্ডের সংবাদটি দেখার পর সকাল থেকে আমি এসব জিনিসপত্র সংগ্রহ করেছি। ক্ষয়ক্ষতির তুলনায় এসব সামগ্রী অল্প হলেও আমি চেষ্টা করেছি সাধ্যমতো তাদের পাশে দাঁড়াতে। তাদের স্থায়ী সমাধান প্রয়োজন।

এসময় উপস্থিত ছিলেন ডা. রেজোয়ানুল করিম, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মো. সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, নোমান বিন আজিজি, প্রসেনজিত বিশ্বাস মুন্না, মো. মিজানুর রহমান, সানজির মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুন ০৮, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।