ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বৃহস্পতিবার দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জুন ৯, ২০২১
বৃহস্পতিবার দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

ঢাকা: স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষাসহ উৎপাদনশীল খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার (১০ জুন) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাম গণতান্ত্রিক জোট।  

বুধবার (০৯ জুন) বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

 

বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয়ভাবে বুধবার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করা হবে।  

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য জোটের সব নেতা-কর্মী ও গণতন্ত্রমনা মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জুন ০৯, ২০২১
আরকেআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।