ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

পুলিশকে নির্বাচনী পদক দেওয়ায় বিস্মিত বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জুন ১১, ২০২১
পুলিশকে নির্বাচনী পদক দেওয়ায় বিস্মিত বিএনপি

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পত্রিকায় দেখলাম পুলিশকে নির্বাচনী পদক দিচ্ছে। ২০১৮, ২০১৪ ও ২০০৮ সালের জন্য।

কোনো দিন শুনিনি এই পৃথিবীতে যে, নির্বাচন করার জন্য পুলিশকে পদক দেওয়া হয়।

শুক্রবার (১১ জুন) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘পুলিশকে নির্বাচনী পদক একটাই কারণ যে, তাদের ক্ষমতায় বসিয়ে দিয়েছে। সেজন্য এসপি সাহেবরা বলেন, দেশটা আমরা চালাই। পুলিশের কনস্টেবল বলে মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ। ’

সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণের ভয়াবহ অবস্থার জন্য সরকারের নিষ্ক্রিয়তাকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, ‘সীমান্তবর্তী এলাকায় করোনা ছড়াবে বিশেষজ্ঞরা বলেছেন। আমরা চিৎকার করে বলেছি, চিৎকার করে বলেছি। কোথাও কোনো ব্যবস্থা করে নাই। ঠাকুগাঁও জেলার হাসপাতালে কোনো আইসিইউই নাই, অক্সিজেন নাই। আজকেও পত্রিকায় ছবি বেরিয়েছে রাজশাহীতে মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের অভাবে সবাই হাঁসফাঁস করছে। ’

মির্জা ফখরুল বলেন, ‘ভারতে, পশ্চিমবাংলায় এগুলো হচ্ছে—এই অবস্থা তো আমরা দেখেছি। তারপরেও সম্ভিত ফিরে পায় না। ইউ আর প্রোটেক্টিং দোস পিপল। ওই চোরগুলোকে, ডাকাতগুলোকে আমরা প্রোটেক্ট করতেছি—দি ইজ ভেরি আনফরচুনেট। ’

দলের নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার ব্যাপারে হঠাৎ করে একটা মিথ্যা অভিও ক্লিপ ছাড়া হয়েছে। আপনারা ভালো করেই জানেন যেকোনো জিনিস তৈরি করা কোনো কঠিন কাজ না। সেটা তারা (সরকার) করে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বাসা থেকে গ্রেফতার করা হলো। তারপর রিমান্ডে নিয়ে গেলো। সেই রিমান্ড আর শেষ হয় না, ১০ দিন, ৫ দিন, ৭ দিন রিমান্ড। আবার তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। ’

স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমাদের রাষ্ট্র চলছে যে জয়েন্ট ভেনচারে তাতে আমার মনে হয়—মোর দেন ৬০% পরের কর্তৃত্ব আর লেস দেন ৪০% হলো আমাদের কর্তৃত্ব। দেশের মালিক যদি জনগণ না হয়, রাষ্ট্রের মালিক যদি রাষ্ট্র না হয়, রাষ্ট্র যদি জয়েন্ট ভেনচারে চলে তাহলে নিপুণ রায়দের এই দুর্দশা হবে এবং আপনাদেরও এই অবস্থা হবে—এই জন্য প্রস্তুত থাকতে হবে। ’

তিনি বলেন, নিপুণের ওপর যে অত্যাচারটা হচ্ছে জাস্ট লাইক এ কনডেম সেল। ২৪ ঘণ্টার মধ্যে আধা ঘণ্টা/ ১৫ মিনিটের বেশি তার সেলের লক খোলা হয় না। তাই নিপুণের ভবিষ্যতটা যদি মুশতাকের (কারাগারে মারা যাওয়া লেখক মুশতাক আহমেদ) মতো হয়—এটা আশ্বর্চ হওয়ার কিছু নেই। সেখানে (জেলে) ডাক্তার আছেন, তারা বলবেন স্বাভাবিক মৃত্যু। সুতরাং নিপুণকে কষ্ট দেওয়াটা সরকারের পক্ষে যত না দায়িত্ব, তার চেয়েছে বেশি দায়িত্ব তাদের পাটনারকে খুশি করা। সেই কারণে নিপুণদের ভাগ্য এরকম হবে। ’

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জুন ১১, ২০২১
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।