ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বরগুনায় নির্বাচনী সহিংসতায় যুবক গুলিবিদ্ধ 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জুন ২১, ২০২১
বরগুনায় নির্বাচনী সহিংসতায় যুবক গুলিবিদ্ধ  গুলিবিদ্ধ যুবক

বরগুনা: বরগুনা সদর উপজেলায় একটি ভোট কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।  

সোমবার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে জেলার সদর উপজেলার বদরখালী ইউনিয়নের দক্ষিণ বদরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কিরণ মাতব্বর।  

তিনি বলেন, ভোটগ্রহণের ঠিক শেষ মুহূর্তে বিকেল পৌনে ৪টার দিকে এই ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী শরীফ ইলিয়াস আহমেদ স্বপনের নেতাকর্মীদের সঙ্গে ভোটকেন্দ্রের বাইরে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষ বাধে। এসময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে একজন গুলিবিদ্ধ হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জুন ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।