ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ই-পোস্টার বের করেছে জাতীয় কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, জুন ২৩, ২০২১
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ই-পোস্টার বের করেছে জাতীয় কমিটি

ঢাকা: আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ই-পোস্টার বের করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। মঙ্গলবার (২২ জুন) এ ই-পোস্টার প্রকাশ করা হয়৷

এ উপলক্ষে জাতীয় বাস্তবায়ন কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।

বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতায় দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ বেয়ে অবশেষে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাই বাঙালি জাতির কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

জনসাধারণের সঙ্গে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, জুন ২৩, ২০২১
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।