ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জুন ২৩, ২০২১
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ভাটারা থানার ৩৯নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বুধবার (২৩ জুন) বাদ জোহর ভাটারা নতুনবাজার হাজী মমিন উদ্দিন খন্দকার সুপার মার্কেট কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান অতিথি ছিলেন ভাটারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ঢাকা মহানগর উত্তর বিএনপির কোষাধ্যক্ষ আতাউর রহমান।

ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঈনুল হক মনার সভাপত্বিতে দোয়া-মাহফিলে ভাটারা থানা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, আ. আজিজ মেম্বার, হাজী নজরুল ইসলাম খন্দকার, ভাটারা থানা বিএনপির দ্বিতীয় যুগ্ম সম্পাদক মো. সেলিম মিয়া, ভাটারা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবীয়ার হোসেন মেম্বার, ভাটারা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াহিজ্জামান মোল্লা মেম্বার, ভাটারা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসান মাহমুদ লালন, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ভাটারা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল হক রুবেল, ভাটারা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল-আমিন আগমন, নজরুল ইসলাম সুভন, মো. হুমায়ুন, ৪০নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বিপ্লব মিত্র, ৪০নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বাবলু হোসেন মুন্নাসহ স্থানীয় বিএনপি ও এর অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুন ২৩, ২০২১
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।