ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

কুমিল্লা-৫ আসনে প্রার্থিতা প্রত্যাহার, জাপার তদন্ত কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জুন ২৪, ২০২১
কুমিল্লা-৫ আসনে প্রার্থিতা প্রত্যাহার, জাপার তদন্ত কমিটি

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের কুমিল্লা-৫ নির্বাচনী এলাকার দলীয় মনোনীত প্রার্থী মো. জসিম উদ্দিনের প্রার্থিতা প্রত্যাহারের কারণ অনুসন্ধানের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছেন।

বৃহস্পতিবার (২৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিন সদস্যের কমিটিতে রয়েছে- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া ও রানা মো. সোহেল।

এ কমিটি আগামী সাত দিনের মধ্যে সরেজমিনে তদন্ত রিপোর্ট কেন্দ্রীয় দপ্তরে জমা দেবে।  

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জুন ২৪, ২০২১
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।