ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

দুস্থদের খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে যুবলীগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
দুস্থদের খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে যুবলীগ ...

ঢাকা: করোনার সংকটে অসহায়-দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব লীগ।

সোমবার (১২ জুলাই) দেশব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণের অংশ হিসেবে মিরপুর ও যাত্রাবাড়ি এলাকায় ঈদ-উল-আযহা উপলক্ষে যুব লীগ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে এক হাজার মানুষের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে রুপনগর, পল্লবী’র অসহায়-দুস্থদের মাঝে রেশনিং আদলে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

তিনি বলেন, ঈদ-উল আযহা উপলক্ষে ও করোনার এই সংকটে যুবলীগের রেশনিং আদলে অসহায়-দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি চলমান থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, উপ-ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, কার্যনির্বাহী সদস্য  হুমায়ুন কবির, মুক্তার হোসেন চৌধুরী কামাল, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী বাপ্পী, সিদ্দিক বিশ্বাস, দপ্তর সম্পাদক কামরুজ্জামান কামরুল প্রমুখ।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে যাত্রাবাড়ীতে চন্দনকোঠা পঞ্চায়েত কমিউনিটি সেন্টার ৫০০ অসহায়-দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী হিসেবে কাপড়, চাল, ডাল, তেল, আলু বিতরণ করা হয়। এতেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইনুল হোসেন খান নিখিল।

এ কর্মসূচিতে আরও অংশ নেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, মো. মোয়াজ্জেম হোসেন, মো. আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, মো. জহির উদ্দিন খসরু, মশিউর রহমান চপল, ঢাকা মহানগর দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুক্তা আক্তার, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী খালিদ আল মাহমুদ টুকু, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফেদ আশফাক আকন্দ তুহিন, উপ-তথ্য ও যোগাযোগ (আইটি) সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক হরে কৃষ্ণা বৈদ্য, কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড. মো. আরশেদ আলী আশিক, মো. মুক্তার হোসেন চৌধুরী কামাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩১৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
এসকে/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।