ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

জেলা ছাত্রদলের সভাপতি অনুর মুক্তির দাবিতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
জেলা ছাত্রদলের সভাপতি অনুর মুক্তির দাবিতে বিক্ষোভ

ফরিদপুর: ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শনিবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে জেলা ও কোতোয়ালি ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ভাঙ্গা রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।  
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপন, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ।  

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবু বক্কর সিদ্দিক, ছাত্রদল নেতা রনি প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।