ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সবাই করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান: আমু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
সবাই করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান: আমু

ঢাকা: ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।  

ঈদুল আজহার উপলক্ষে সোমবার (১৯ জুলাই) এক শুভেচ্ছা বার্তায় আমির হোসেন আমু দেশবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি এ আহ্বান জানান৷

তিনি বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।

 

শুভেচ্ছা বার্তায় দেশ ও জাতির সুখ ও সমৃদ্ধি কামনা করে আমির হোসেন আমু বলেন, মহান রাব্বুল আলামীন খুব শিগগিরই করোনা সংক্রমণের মহামারি থেকে আমাদের রক্ষা করবেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, মহান স্রষ্টার অশেষ রহমতে পৃথিবী আবার আলোকিত হবে, স্বাভাবিক জীবনে ফিরে যাবে মানুষ।

আমির হোসেন আমু তার নির্বাচনী এলাকা ঝালকাঠি ও নলছিটির জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময় ১৯৪৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।