ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি শুধু সরকারের সমালোচনায় ব্যস্ত: নিখিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০২১
বিএনপি শুধু সরকারের সমালোচনায় ব্যস্ত: নিখিল

ঢাকা: করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে না থেকে বিএনপি শুধু সরকারের সমালোচনায় ব্যস্ত বলে মন্তব্য করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল৷

মঙ্গলবার (৩ আগস্ট) রাজধানীর মিরপুর বাইশবাড়ী বাইতুল আহছান জামে মসজিদ এলাকায় দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাইনুল হোসেন খান নিখিল বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত কোনো মানুষকে একমুঠো চাল দেয়নি বিএনপি নেতারা।

তারা শুধু সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। ড. কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্নারাও আজ মানুষের পাশে নেই। তারা শুধু মুখে বড় বড় কথা বলছে। বাস্তবে জনকল্যাণে তাদের কোনো ভূমিকা নেই।

পশ্চিম কাজীপাড়া বাড়ী মালিক সমিতির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন পশ্চিম কাজীপাড়া বাড়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শওকত ইসলাম বুলবুল, বায়তুল আহছান জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আনিসুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২১
এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।