ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে গণটিকা কার্যক্রমে সহায়তা করবে ছাত্রলীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০২১
ফেনীতে গণটিকা কার্যক্রমে সহায়তা করবে ছাত্রলীগ

ফেনী: আগামী ৭ আগস্ট প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় শুরু হতে যাওয়া করোনা গণটিকাদান কর্মসূচি বাস্তবায়নে টিকাকেন্দ্রগুলোতে সহায়তা, পর্যবেক্ষণ ও তদারকি করবে ছাত্রলীগ।  

বুধবার (০৪ আগস্ট) ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ এ তথ্য জানান।

তিনি বলেন, গণটিকা কার্যক্রমে সহায়তা করতে ফেনী ছাত্রলীগের সাংগঠনিক ইউনিট ভিত্তিক ১০ সদস্য বিশিষ্ট পৃথক পৃথক স্বেচ্ছাসেবক টিম গঠন করা হচ্ছে।

জেলা ছাত্রলীগের এ নেতা আরও জানান, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর পরামর্শে ও ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুসারে স্বেচ্ছাসেবক দলগুলো গঠন করা হবে। প্রতিটি স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক ইউনিট ভিত্তিক টিকাদান কেন্দ্রগুলোতে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে করোনা প্রতিষেধক টিকা গ্রহণে সহযোগিতা করতে কাজ করবে।

স্বেচ্ছাসেবক দল গঠন করার লক্ষ্যে সাংগঠনিক ইউনিট ভিত্তিক ১০ সদস্য বিশিষ্ট পৃথক পৃথক স্বেচ্ছাসেবক টিম গঠন করে তার তালিকা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফেনী জেলা ছাত্রলীগের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জাবেদ হায়দার জর্জ। শোকাবহ ১৫ আগস্টকে সামনে রেখে বুকে কালো ব্যাজ ধারণ করে এবং স্বাস্থ্যবিধি মেনে গণটিকাদান কার্যক্রমে অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২১
এসএইচডি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।