ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

জাপার প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
জাপার প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা বুধবার

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) মৃত্যুবরণকারী নেতাকর্মীদের স্মরণে  আলোচনা সভা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল বুধবার (১১ আগস্ট) অনুষ্ঠিত হবে।  

সোমবার (০৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির মৃত্যুবরণকারী নেতাকর্মীদের স্মরণে  আলোচনা সভা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল বুধবার বেলা ১১টায় বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলুসহ পাটির শীর্ষ নেতারা।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।