ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

পাটগ্রামের জোংরা ইউপি চেয়ারম্যান আর নেই 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
পাটগ্রামের জোংরা ইউপি চেয়ারম্যান আর নেই  আশরাফ আলী

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

সোমবার (৯ আগস্ট) ভোরের দিকে রংপুর ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৬ বছর।  

আশরাফ আলী লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জোংরা ইউপির নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।  

মরহুমের পরিবার জানায়, বাধক্য জনিত কারণে আশরাফ আলী অসুস্থতা বোধ করলে তাকে রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।  

মৃত্যুকালে পাঁচ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় জোংরা ইউপি মাঠে তার জানাজা শেষে ইসলামগর এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করার কথা রয়েছে।  

প্রবীণ এ রাজনৈতিকের মৃত্যুতে জেলার আওয়ামী পরিবারসহ গোটা রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।  

মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি) আবু জাফর।  

তিনি বলেন, আশরাফ আলীর মৃত্যুতে একজন প্রকৃত জনপ্রতিনিধি হারালো জেলাবাসী।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।