ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

শিবপুরে মাইক্রোবাসচাপায় বিএনপির ২ নেতাকর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
শিবপুরে মাইক্রোবাসচাপায় বিএনপির ২ নেতাকর্মী নিহত মনির (বাঁয়ে) ও বিপ্লব

নরসিংদী: নরসিংদীর শিবপুর উপজেলায় মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেলে থাকা বিএনপির দুই নেতাকর্মী নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার চৈতন্য বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রায়পুরা উপজেলার লোচনপুর গ্রামের সামসুল হকের ছেলে শাহ আলম বিপ্লব (৩০) ও একই উপজেলার বারৈচা এলাকার তোতা মিয়ার ছেলে মনির হোসেন (৩৫)।  

শাহ আলম বিপ্লব রায়পুরা উপজেলার উত্তর বাখারনগর ইউনিয়ন বিএনপির সদস্য ও মনির হোসেন নরসিংদী জেলা যুবদলের ত্রাণ বিষয়ক সম্পাদক।

হাইওয়ে পুলিশ জানায়, বিপ্লব ও মনির বৃহস্পতিবার রাত ৮টার দিকে একটি মোটরসাইকেল নিয়ে নরসিংদী থেকে ভৈরবে যাচ্ছিলেন। পথে চৈতন্য এলাকায় পেছন থেকে একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হায়দার তালুকদার বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর চালক পালিয়ে গেলেও মাইক্রোবাসটি জব্দ করে ফাঁড়িতে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮১১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।