ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

আহত ছাত্রনেতা মাসুদকে তথ্য প্রতিমন্ত্রীর অনুদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
আহত ছাত্রনেতা মাসুদকে তথ্য প্রতিমন্ত্রীর অনুদান

ঢাকা: ২০১৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জামাত-শিবিরের হামলায় নির্মমভাবে আহত ও পা হারানো ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদকে ১ লাখ টাকা অনুদান দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে আহত ছাত্রনেতার হাতে অনুদানের টাকা তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী।

তিনি এ সময় মাসুদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।

আবেগাপ্লুত মাসুদ তথ্য প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ৫-৬ লাখ টাকার ব্যবস্থা হলে তিনি একটি কৃত্রিম পা সংযোজন করতে পারবেন। এতে কিছুটা হলেও স্বাভাবিক হবে তার জীবন যাপন। একইসঙ্গে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সিনিয়র নেতাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন মাসুদ।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
জিসিজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।