ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

কারামুক্ত হলেন সাবেক ছাত্রদল নেতা ইসহাক সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
কারামুক্ত হলেন সাবেক ছাত্রদল নেতা ইসহাক সরকার

ঢাকা: জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীর্ঘ ৩ বছর ২ মাস কারাভোগের পর ৩১৩ মামলায় উচ্চ আদালত থেকে গত ১৯ জুলাই জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। ২০১৮ সালের রমনা থানার সর্বশেষ মামলায় জামিন পেলে কাশিমপুর কারাগার-২ থেকে সোমবার (১৬ আগস্ট) রাত ৮টার ৪০ মিনিটে জামিনে মুক্ত হন এ ছাত্রদল নেতা। তাকে কারাফটকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন ছাত্রদলের নেতাকর্মীরা।

২০১৮ সালের ৮ জুলাই বনানী থেকে ইসহাক সরকারকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।