ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সংঘর্ষের পর জিয়ার সমাধিতে ফুল দিলেন ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
সংঘর্ষের পর জিয়ার সমাধিতে ফুল দিলেন ফখরুল জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতারা।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু জিয়ার সমাধিতে আসেন।



এ সময় মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামসহ নেতাকর্মীরা জিয়ার সমাধিতে তাদের জন্য অপেক্ষা করছিলেন।

মহাসচিব আসার পর তাকে সঙ্গে নিয়ে সকাল ১১টা ৫৫মিনিটে তারা সবাই জিয়ার সমাধিতে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মহাসচিব সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এর আগে, সকাল ১০টার দিকে বিএনপি নেতাকর্মীরা জিয়ার সমাধিস্থলে জড়ো হয়। তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় অনেক নেতাকর্মী ও কয়েকজন পুলিশের সদস্যদেরও আহত হতে দেখা গেছে। তখন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান দাবি করেন তাদের ওপর পুলিশ বিনা উস্কানিতে টিয়ারশেল ও গুলি চালিয়েছে। এতে দলের অনেক নেতাকর্মী আহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।