ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

যুবদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটি বিলুপ্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
যুবদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটি বিলুপ্ত ...

ঢাকা: জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২১ আগস্ট) রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বৈঠকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত আহবায়ক কমিটিতে ঢাকা মহানগর উত্তরের আহবায়ক করা হয়েছে শফিকুল ইসলাম মিল্টন ও সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মোস্তফা জগলুল পাশা। দক্ষিণের আহবায়ক করা হয়েছে গোলাম মাওলা শাহিন ও সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে খন্দকার এনামুল হক এনামকে।

নবগঠিত কমিটির নেতাদেরকে আগামী সাত দিনের মধ্যে কমিটির বাকি পদ পূরণ করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন নেওয়ার জন্য যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
এমএইচ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।