ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালের ঘটনায় সরকারের দৃষ্টিভঙ্গি ‘নিরপেক্ষ’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
বরিশালের ঘটনায় সরকারের দৃষ্টিভঙ্গি ‘নিরপেক্ষ’

ঢাকা: বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে হামলা ও পরবর্তী সংঘর্ষের ঘটনা সরকার ‌‘নিরপেক্ষ’ দৃষ্টিভঙ্গিতে দেখছে এবং তা খুব শিগগিরই সমাধান হবে। সরকারের দুই মন্ত্রী এমন আশ্বাস দিয়েছেন।

আর প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পক্ষে দেওয়া বিবৃতি চটজলদি হয়েছে বলে মনে করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম রোববার (২২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের বলেন, একসঙ্গে কাজ করতে গিয়ে কখনও কখনও ভুল বোঝাবুঝি হয়, আবার সময়ের সঙ্গে সঙ্গে তা নিরসনও হয়। বরিশালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা সমাধানের দিকে যাচ্ছে। সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। আমি আশাকরি, এটি খুব দ্রুত সমাধান হয়ে যাবে।

তিনি বলেন, সেখানে অবশ্যই কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, যে কারণে ইউএনও হয়তো অসন্তুষ্ট হয়েছেন। আবার রাজনৈতিক নেতারা বলছেন, তারা মিমাংসা করার জন্য সেখানে গেছেন। সেখানে আসলে কি হয়েছিলো সেটি এখন সময়ের ব্যবধানে জানা যাবে। আমরা সবাই স্ব স্ব পদে দায়িত্বশীল, সবাই প্রধানমন্ত্রীর প্রতি আস্থাশীল, সে কারণে আশাকরি, সমস্যা সমাধান হয়ে যাবে।

মামলা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি মনে করি সংক্ষুদ্ধ কোনো ব্যক্তি প্রতিকার পাওয়ার জন্য মামলা করে থাকেন। মামলা করা হয় সমস্যা সমাধানের জন্য। তদন্ত সাপেক্ষে কেউ যদি দোষী প্রমাণিত হয় তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালের ঘটনা সরকার নিপেক্ষ দৃষ্টিভঙ্গিতে দেখাছে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সবাইকে তাদের নিজেদের এখতিয়ারের মধ্য থেকে আচরণ করতে হবে। তাদের যে কাজের গন্ডি সংবিধানে দেওয়া আছে, সে অনুযায়ী দায়িত্বের মধ্য থেকেই সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এ ঘটনায় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার সবকিছু পর্যবেক্ষণ করছে, বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

গত ১৮ আগস্ট রাতে ব্যানার অপসারণকে কেন্দ্র করে বরিশালে পুলিশ, আনসার ও স্থানীয় ছাত্রলীগ সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ ও ইউএনও’র মামলায় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে আসামি করা হয়েছে।  

এরপর এক বিবৃতিতে বরিশালের মেয়রকে গ্রেফতারের দাবি জানিয়েছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।

বরিশালের ঘটনায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে চটজলদি বিবৃতি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বরিশালের বিষয়টা একান্ত স্থানীয়। সেখানে তড়িৎ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বিষয়টি তদন্তাধীন। তদন্তে বেরিয়ে আসবে আসলে কী ঘটনা ঘটেছিল। তার আগে বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।