ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সহ্যের বাঁধ ভেঙে গেলে মঙ্গল হবে না: ফখরুলকে নানক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
সহ্যের বাঁধ ভেঙে গেলে মঙ্গল হবে না: ফখরুলকে নানক

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি গণভবনের পাশে চন্দ্রিমা উদ্যানে গিয়ে আপনারা মাতম করেন, আমাদের সহ্যের বাঁধ ভেঙে গেলে আপনাদের মঙ্গল হবে না।

রোববার (২২ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বর গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ফখরুল সাহেব লম্বা লম্বা কথা বলেন। আমাদের পায়ের তলায় নাকি মাটি নেই। মিছিল করেন, মিটিং করেন, গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকেন, তার পাশে গিয়ে মাতম করেন। চন্দ্রিমা উদ্যানে গিয়ে মাতম করেন। আমাদের সহ্যের বাঁধ যদি ভেঙে যায় তাহলে আপনাদের জন্য মঙ্গল হবে না।

২১ আগস্টের সেই দুঃসহ স্মৃতির কথা স্মরণ করে নানক বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সেই সময় হরতাল-অবরোধ কর্মসূচির মাধ্যমে সারাদেশ অচল দেওয়ার প্রস্তাব নাকচ করে দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৷ তিনি বলেন, তোমরা এখন চলে যাও, হাসপাতালে হাসপাতলে ৷ আমাদের দুই বোনের গয়না-গাঁটি যা আছে সব বিক্রি করে হলেও আমার নেতাকর্মীদের চিকিৎসা করাও। তাদের চিকিৎসা করতে হবে। তাদের বাঁচাতে হবে। এই তো জনতার নেত্রী শেখ হাসিনা। এই তো কর্মীদের নেত্রী শেখ হাসিনা।

ছাত্রলীগের ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, ২১ আগস্ট গ্রেনেড হামলা হামলার তদন্তকারী কমিটির প্রধান সমন্বয়ক ও মামলার অন্যতম সাক্ষী মেজর (ইঞ্জিনিয়ার) সামসুদ্দিন আহমদ চৌধুরী (অব.), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।  

বাংলাদোশ সময়: ২১৫৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।