ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

কাজী নজরুল রেনেসাঁর অগ্রদূত: যুব জাগপা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
কাজী নজরুল রেনেসাঁর অগ্রদূত: যুব জাগপা কাজী নজরুল রেনেসাঁর অগ্রদূত: যুব জাগপা

ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালি মুসলমানদের শ্রেষ্ঠ সম্পদ। তিনি রেনেসাঁর অগ্রদূত।

নজরুল না জন্মালে অবহেলিত, বঞ্চিত, শোষিত বাঙালি মুসলমানের আত্মদর্শন সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন যুব জাগপা আহ্বায়ক মীর আমির হোসেন আমু।

শুক্রবার (২৭ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির মাজারে যুব জাগপার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কাজী নজরুলের অসামান্য ও ব্যতিক্রম সৃষ্টি ধারা ও উজ্জ্বল কর্মপ্রবাহ বাংলা সাহিত্যকে যেমন দিয়েছে সমৃদ্ধ সংযোজন তেমনি বাঙালি জাতিকে দিয়েছে গভীর প্রণোদনা শক্তি।

এ সময় উপস্থিত ছিলেন- যুব জাগপা সদস্য সচিব মীর ইসহাক, যুব নেতা নূর মো. লিটন, মামুনুল হক, ওসমান গনি, সাগর আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
এমএইচ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।