ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

মেহেরপুর পৌর কাউন্সিলর ডলার গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
মেহেরপুর পৌর কাউন্সিলর ডলার গ্রেফতার

মেহেরপুর: মেহেরপুর জেলা শিবিরের সাবেক সভাপতি ও মেহেরপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা ওরফে ডলারকে (৩৬) গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

সোহেল রানা মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার শামসুদ্দিন আহমেদের ছেলে।

 

রোববার (২৯ আগস্ট) দিনগত রাত সাড়ে ১০টার দিকে ওই ওয়ার্ডের গোরস্তান পাড়ায় একটি সালিশ চলাকালে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী সোমবার (৩০ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মেহেরপুর সদর থানার একটি মামলায় সোহেল রানা ডলারকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নাশকতা ও দ্রুত বিচার আইনে একাধিক মামলা বিচারাধীন।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।