ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

রাজনীতি

হালুয়াঘাট স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির ১১ সদস্যের পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
হালুয়াঘাট স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির ১১ সদস্যের পদত্যাগ

ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণার দুইদিন পর ১১ জন সদস্য পদত্যাগ করেছেন।  

এনিয়ে দলীয় নেতাকর্মীদের ভেতরে বাইরে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

 

বুধবার (১ সেপ্টেম্বর) রাতে সংশ্লিষ্ট নেতারা পদত্যাগপত্রের অনুলিপি দেওয়ার মাধ‍্যমে এ তথ‍্য নিশ্চিত করেছেন।  

পদত্যাগকারীরা হলেন- সদ্য অনুমোদন দেওয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম, কামরুল হাসান, সদস্য হুমায়ুন কবীর, এস এ তিমু, মাহমুদুল হাসান এবং পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল ঘোষ, শরিফুজ্জামান মাসুদ, সদস্য এমদাদুল হক মনির, মো. উজ্জ্বল মিয়া, মো. নুরুজ্জামান ও মো. আমির উদ্দিন।

পদত‍্যাগপত্রে তারা জানান, গত ৩০ আগস্ট ৩১ সদস‍্য বিশিষ্ট হালুয়াঘাট উপজেলা কমিটি এবং ২১ সদস্য বিশিষ্ট পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ফরিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আলী আকবর আনিছ।  

অভিযোগ উঠেছে, হামলা-মামলা ও জেল জুলুমে নির্যাতিত নেতাদের বাদ দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে।  এতে জুনিয়রদের আহ্বায়ক করে সিনিয়র নেতাদের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।  

এ বিষয়ে উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ফরিদ উদ্দিন বলেন, যোগ‍্য মূল‍্যায়নে কমিটি দেওয়া হয়েছে। সিনিয়র জুনিয়র কোনো বিষয় নয়।  

গত ৩০ আগস্ট রুহুল আমিন খানকে আহ্বায়ক ও আলিমুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।  

অপরদিকে মেহেদী হাসান দুলালকে আহ্বায়ক ও আসাদুজ্জামান সুজনকে সদস্য সচিব করে করে ২১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি গঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।