ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

আ.লীগ নেতারা সারাক্ষণ বিএনপির বিষোদগার করে: ফখরুল 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
আ.লীগ নেতারা সারাক্ষণ বিএনপির বিষোদগার করে: ফখরুল  ছবি: শাকিল

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের বন্ধুরা সারাক্ষণ বিএনপির বিরুদ্ধে বিষোদগার করে। তারা জিয়াউর রহমানকে খাটো করার চেষ্টা করে।

দেশনেত্রী খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খাটো করার চেষ্টা করে। বিএনপিকে খাটো করার চেষ্টা করে। তাতে কোনো লাভ হবে না।  

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব হলরুমে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

মির্জা ফখরুল বলেন, এ সরকার বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করেছে, স্বাধীনতাকে কলঙ্কিত করেছে। তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। গোয়েবলসীয় কায়দায় সত্যকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছে। কিন্তু এসব করে কোনো লাভ হবে না। এ দেশের মানুষ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে তাদের হৃদয়ে স্থান দিয়েছে।  

তিনি বলেন, আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, শেখ হাসিনার সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।  

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, আজকে সব গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে এ সরকারের বিরুদ্ধে জয়লাভ করতে হবে। শেখ হাসিনার সরকারকে পরাজিত করে জিয়াউর রহমানের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আসুন দেশনেত্রীকে মুক্ত করতে, দেশের গণতন্ত্রকে মুক্ত করতে দুর্বার গণআন্দোলন গড়ে তুলি, গণঅভ্যুত্থান গড়ে তুলি। এ স্বৈরাচারী সরকারকে পরাজিত করি।  

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১ 
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।