ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

কুমিল্লা-৭ আসনের নৌকার মাঝি প্রাণ গোপাল দত্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
কুমিল্লা-৭ আসনের নৌকার মাঝি প্রাণ গোপাল দত্ত ডা. প্রাণ গোপাল দত্ত

কুমিল্লা: কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত (৬৮)।

শনিবার (১১ সেপ্টেম্বর) গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি বোর্ডের যৌথ সভায় তাকে মনোনয়ন দেওয়া হয়।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এ দেশের চিকিৎসা সেবায় অনন্য অবদানের জন্য ২০১২ সালে গোপাল দত্তকে চিকিৎসা বিদ্যায় ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়া হয়।

সাবেক ডেপুটি স্পিকার ও কুমিল্লা-৭ সংসদীয় আসনের ৫ বারের এমপি অধ্যাপক মো. আলী আশরাফ (৭৪) গত ৩০ জুলাই মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর পর এ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

সভায় কুমিল্লা-৭ আসনের মনোনয়ন ছাড়াও আরও নয়টি উপজেলা ও একটি পৌরসভা উপ-নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

এরমধ্যে যশোর সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, বাগেরহাট জেলার কচুয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নাজমা সরোয়ার, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মো. সামসুল ইসলাম ভূঁইয়া, নরসিংদী জেলার সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আফতাব উদ্দিন ভূঞা, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মো. রকিবুল হাসান শিবলী, নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মো. রাব্বানী জব্বার,  মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ভানু লাল রায়, চাঁদপুর জেলার  শাহরাস্তি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নাছরিন জাহান চৌধুরী, ফেনী জেলার সদর উপজেলা পরিষদে  চেয়ারম্যান পদে শুসেন চন্দ্র শীলকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

এছাড়া রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার উপ-নির্বাচনে মো. অয়েজ উদ্দিন বিশ্বাস এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩ নং ওয়ার্ড কাউন্সিলর উপ-নির্বাচনে মো. জিয়াউল হককে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
এমইউএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।